আবু কাউছার চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে: চুক্তি ভঙ্গ করলে হামাস গোষ্ঠীকে নির্মূল করা হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, তিনি হামাসকে গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্মান করার একটি সুযোগ দেবেন।
হোয়াইট হাউসে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ‘আমরা হামাসের সঙ্গে একটা চুক্তি করেছি। তারা ভালো থাকবে, শান্ত থাকবে।
তিনি বলেন, ‘আর যদি তারা (হামাস) তা না করে, তবে প্রয়োজনে তাদের নির্মূল করব। তারা নির্মূল হবে এবং তারা সেটা জানে।’
সাম্প্রতিক বৈরিতার কারণে প্রায় দুই সপ্তাহ আগে ট্রাম্প যে যুদ্ধবিরতিটি মধ্যস্থতা করেছিলেন তা ঝুঁকির মুখে পড়েছে। তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, আমেরিকান শক্তি সরাসরি হামাসের বিরুদ্ধে কার্যক্রমে জড়াবে না।
তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, মার্কিন বাহিনী হামাসের বিরুদ্ধে সরাসরি যুক্ত হবে না।
তিনি বলেন, ‘গাজার জন্য গঠিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে সম্মত কয়েক ডজন দেশ, সেখানে তারা যেতে আগ্রহী। ইসরায়েলও আমি চাইলে দুই মিনিটের মধ্যে ঢুকে পড়তে পারত সেখানে।’
ট্রাম্প আরো বলেন, ‘কিন্তু এই মুহূর্তে আমরা তা বলিনি—আমরা একটু সুযোগ দেব এবং আশা করি সহিংসতা কিছুটা কমে যাবে।
হামাস বর্তমানে অনেক দুর্বল। বিশেষত ওই গোষ্ঠীর আঞ্চলিক সমর্থক ইরান এবার তাদের পক্ষে সরাসরি হস্তক্ষেপ করবে না বলে তিনি মনে করেন।
সূত্র : এএফপি- নিউজ রাজগৌরী