Thursday , 23 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. রাজনীতি
  8. শিক্ষা
  9. সর্বশেষ

দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

প্রতিবেদক
ronty
October 23, 2025 9:38 pm

আবু কাউছার চৌধুরী, যুক্তরাষ্ট থেকেঃ এশিয়ার তিন দেশ-মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এ সফরেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট।  বুধবার (২২ অক্টোবর) এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতি না হওয়ায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন বৈঠক বাতিল করেছেন। তিনি বলেন, ‘এটি আমার কাছে ঠিক মনে হয়নি। আমি কোনো ব্যর্থ বৈঠক চাই না।’ তিনি আরও বলেন, ‘পরের সপ্তাহে, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানে যাব। দক্ষিণ কোরিয়ায় আমি চীনা প্রেসিডেন্ট শি’র সঙ্গে দেখা করব। আমরা একসঙ্গে আমাদের অনেক প্রশ্ন, সন্দেহ এবং অসাধারণ সম্পদ নিয়ে আলোচনা করতে পারব।’

ইউক্রেনে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা রাশিয়া প্রত্যাখ্যান করার পর পুতিন শীর্ষ সম্মেলন বাতিল করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আসন্ন বৈঠকের ব্যাপারে আশাবাদী যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তাদের আলোচনা কাজে লাগতে পারে।  এছাড়াও তিনি শি’র সঙ্গে জ্বালানি ও তেল নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন, যার লক্ষ্য রাশিয়াকে শান্তি চুক্তিতে আলোচনার জন্য চাপ দেওয়া।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি সম্ভবত এটি নিয়ে কথা বলব। আমি আসলে যা বলব তা হল আমরা কীভাবে রাশিয়া- ইউক্রেন সঙ্গে যুদ্ধ শেষ- তা জ্বালানি, তেল বা অন্য কিছুর মাধ্যমেই হোক। আমি মনে করি তিনি যুদ্ধের অবসান দেখতে চান।’

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তিনি আশাবাদী যে, চীনা প্রেসিডেন্ট পুতিনের উপর ‘বড় প্রভাব’ ফেলতে পারেন এবং তাকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে পারেন। তিনি বলেন, ‘আমি মনে করি পুতিনের ওপর তার বড় প্রভাব থাকবে। আমার মনে হয় তিনি অনেক মানুষের ওপর বড় প্রভাব ফেলতে পারেন। তিনি একজন সম্মানিত মানুষ, একজন খুব শক্তিশালী নেতা, খুব বড় দেশ।’ উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলন আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় গিয়ংজুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজ- রাজগৌরী- সূত্র- এনডিটিভির/যুগা/ইন্টারনেট

সর্বশেষ - অর্থনীতি