দু’দিন ব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

juel / ৭২ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

ময়মনসিংহ প্রতিনিধিঃ মৎস খাতের উন্নয়ন ও প্রযুক্তি সম্প্রসারণে ‘গণমাধ্যমের ভূমিকা’ র্শীষক সাংবাদিকদের প্রশিক্ষণের দু’দিন ব্যাপি কর্মশালা সমাপ্তি হয়েছে। বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের প্রধান কার্যালয়ের হল রুমে সনদ বিতরণের মাধ্যমে গতকাল রবিবার বিকেলে ওই কর্মশালার সমাপ্ত হয়। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, নান্দাইল ও নেত্রকোনা জেলার কেন্দুয়া, মদন উপজেলার ৩০জন সাংবাদিকের অংশ গ্রহণে ওই কর্মশালা ঈশ্বরগঞ্জ উপজেলা হল রুমে শনিবার শুরু হয়ে রবিবার বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের প্রধান কার্যালয়ে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, মৎস ও প্রাণীসম্পাদ বিভাগের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বিশেষ অতিথি ছিলেন, মৎস গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন ও অর্থ ড. খলিলুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রশিক্ষণ ড. জুবায়দা নাসরিন আক্তার, ময়মনসিংহ প্রেসক্লা্েবর সাধারণ সম্পাদক অমিত রায়, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর