ঈশ্বরগঞ্জ খাদ্যগুদামের জব্দকৃত চাল বন্যা, নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ

juel / ৮৪ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারবাড়ী খাদ্য গুদামে অবৈধভাবে মজুদ করা চাল বন্যা, নদী ভাঙন ও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দূপূরে উচাখিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই চাল বিতরণ করা হয়। চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

জানা যায়, উপজেলার আঠারবাড়ী খাদ্যগুদামে গত ২৬ মে ৩.৯০ মেট্রিকটন অবৈধ চাল জব্দ করা হয়। এরই প্রেক্ষিতে ৩০ মে ঈশ্বরগঞ্জ থানায় তৎকালীন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে আলামত হিসাবে জব্দকৃত চাল পুলিশর হেফাজত রাখা হয়। পরবর্তীতে ওই জব্দকৃত চাল কেউ মালিকানা দাবি না করায় উক্ত চাল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কার বিষয়টি আদালতকে অবহিত করা হয়। পরে আদালক ওই চাল বন্যা, নদী ভাঙ্গন ও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণের আদেশ দেন।

উক্ত আদেশের প্রক্ষিতে সোমবার দূপূরে উচাখিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জব্দকৃত চাল ১ শ ৯৭ জনকে ২০ কেজি করে বিতরণ করা হয়।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু হানিফা, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাওন চক্রবর্তী।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, আদালতের নির্দেষক্রমে জব্দকৃত চালগুলো বন্যা, নদী ভাঙ্গন ও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর