ষ্টাফ রিপোর্টার
দীর্ঘ ৩ বছরের অধিক সময় পর গৌরীপুর পৌর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার প্রধান আসামী সাজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাজনের অবস্থান নিশ্চিত হয়ে অফিসার্স ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খানের নেতৃত্বে গৌরীপুর থানা পুলিশ শুক্রবার রাত ৮টায় পৌর শহরের উত্তর বাজারস্থ দূর্গা পূজা মন্ডপের পিছনে অবস্থান নেয়, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে মধ্যবাজার থেকে সাজনকে গ্রেফতার করেতে সক্ষম হয়৷
গ্রেফতারকৃত আসামী সাজন(৩০) গৌরীপুর পৌরসভার উত্তর বাজার মোড় এলাকার মনু মিয়ার ছেলে।
উল্লেখ্য,গত ৫ আগষ্ট ২০১৭ সালে গৌরীপুর উত্তর বাজার এলাকার একটি তালাবদ্ধ বাসা থেকে গৌরীপুর পৌর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেলের (২৬) বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাসেলের লাশ উদ্ধারের পূর্বে নিজ বাড়ী পশ্চিম ভালুকা থেকে ০২ আগষ্ট ২০১৭ বিকেল হতে সে নিখোঁজ ছিল। এ ব্যাপারে রাসেলের বাবা ইদ্রিস আলী বাচ্চু সাজন, জনি ও টগরকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করে।মামলা দায়েরের পর থেকে দীর্ঘ ৩ বছরের অধিক সময় প্রধান আসামি সাজন আত্নগোপনে ছিল।