ষ্টাফ রিপোর্টারঃ
গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যার ঘটনায় গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত ১০ টায় নিহত শুভ্র’র ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে উক্ত হত্যা মামলা দায়ের করে।এছাড়া অজ্ঞাত আরও ৮
জনকে উক্ত মামলায় আসামি করা হয়েছে বলে জানা যায়।
গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন রাজগৌরীপুরকে জানান সন্দেহভাজন হিসেবে আটক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রিয়াদসহ যে ৪ জনকে আটকের পর ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করেছিল পুলিশ তাদের সকলকে উক্ত হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে। এরপূর্বে রিয়াদসহ গ্রেফতারকৃত ৪
জনকে আজ সোমবার ১৯ অক্টোবর) বিকেলে ৫৪ ধারার আদালতে প্রেরন করলে আদালতে থেকে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
গ্রেফতারকৃত অন্যরা হলেন- গৌরীপুরের কাউরাট গ্রামের জাহাঙ্গীর আলম, রাসেল ও মজিবুর।
শনিবার রাতে পৌর এলাকার মধ্যবাজারের চায়ের দোকানে সহযোগীদের নিয়ে চা খাওয়ার সময় মাসুদুর রহমান শুভ্রর ওপর অটোরিকশা করে আসা আট থেকে দশজন সন্ত্রাসী হামলা চালায়। শুভ্রকে এলোপাতাড়ি কুপিয়ে পালায় তারা।পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।