ষ্টাফ রিপোর্টারঃ
স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উক্ত হত্যা মামলার ১১ নং আসামি সদ্য বহিস্কৃত পৌর আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের মামলা প্রত্যাহারের জন্য পৌর যুবলীগের ব্যানারে ভাইরাল হওয়া পোষ্টের(পোষ্টার)সাথে গৌরীপুর পৌর যুবলীগের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সংগঠনটির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু। বৃহস্পতিবার রাত ১০টায় বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।
পাঠকের সুবিধার্থে তার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিটি নিন্মে হুবহু প্রকাশ করা হল।
প্রিয় গৌরীপুর বাসী ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি। গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন গৌরীপুর পৌর শহরে পৌর যুবলীগের নাম ভাঙ্গিয়ে নিহত শুভ্র হত্যা মামলায় এজাহারভুক্ত আসামির পক্ষ নিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, পোস্টার করেছে। যা আমি কোন ভাবেই অবগত নই। ব্যক্তিগত দায়ভার সংগঠন কোনভাবেই বহন করতে পারে না। আমি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে উক্ত পোস্টারটির জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পরিশেষে শুভ্র হত্যার বিচার চাই, এবং প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় আনা হোক।
দেলোয়ার হোসেন বাচ্চু
সাধারণ সম্পাদক, গৌরীপুর পৌর যুবলীগ