শিরোনাম
গৌরীপুরে প্রচন্ড তাপদাহে এসো গৌরীপুর গড়ির উদ্যোগে পথচারীদের মাঝে কোমল পানীয় বিতরণ গৌরীপুরের ১ম শহীদ ব্রজেন দিবস পালিত হয়নি গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ১৫ জন প্রার্থী আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের সহযাত্রী– নিলুফার আনজুম পপি, এমপি গৌরীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত গৌরীপুরে  ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন গৌরীপুরে রমজানে দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রণে মতবিনিময় সভা তিন দিনব্যাপী ওয়াশিংটন ডিসিতে শুরু হচ্ছে ৩৮ তম ফোবানা সম্মেলন গৌরীপুরে বিদ্যুৎপৃষ্টে বাবা মেয়ের মৃত্যু কেন্দুয়ায় জুতা পায়ে শহীদ মিনারে শিক্ষকদের পুষ্পমাল্য অর্পণ

গৌরীপুর থেকে ৩৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও

Iqbal Hossain Jwel / ১৯৫৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০

উপজেলা থেকে সর্বমোট ৯ জন বিসিএস বিভিন্ন ক্যাডারের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃগত ৩০ জুন, ২০২০ প্রকাশিত ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে গৌরীপুর উপজেলা থেকে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে মোট ৯ জন । সোমবার সকালে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সেঁজুতি ধর ক্যাডার সার্ভিসের হবু ক্যাডারদের সাথে সৌজন্য সভা করেন । এ সময় তিনি সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের সাথে কুশল বিনিময় করেন এবং দিক নির্দেশনামূলক বিভিন্ন উপদেশ দেন । সৌজন্যসভায় উপস্থিত ৫ জন সুপারিশপ্রাপ্ত ক্যাডারের প্রত্যেকেই বলেছে, নির্বাহী অফিসারের দেওয়া পরামর্শ তাঁদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সহায়ক হবে ।

স্বাস্থ্য ক্যাডারে সহকারী ডেন্টাল সার্জন পদে সুপারিশপ্রাপ্ত ডাঃ সাজেদুল ইসলাম রাব্বির বাড়ি গৌরীপুর পৌরসভার পূর্ব দাপুনিয়ায়। চান্দের সাটিয়া থেকে সৈয়দ শাকুর আহমদ কৃষি ক্যাডারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হয়েছে । আতিফা সুলতানার বাড়ি গৌরীপুর পৌরসভার সতিষায় । সে সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে । চকপাড়া থেকে আল আমিন আহমেদ অডিট ক্যাডারে এবং বোকাইনগর ইউনিয়নের বেতান্দর গ্রাম থেকে আবু হানিফ সাগর তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে ।

গৌরীপুর উপজেলা থেকে ৩৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা
০১। মোঃ সাজেদুল ইসলাম আকন্দ (রাব্বি)
সুপারিশপ্রাপ্ত ক্যাডার – বিসিএস স্বাস্থ্য (সহকারী ডেন্টাল সার্জন)
ঠিকানা – হোল্ডিং নং- ৮৩৩/৪
পূর্ব দাপুনিয়া (রামগোপালপুর রোড)
গৌরীপুর, ময়মনসিংহ।

০২। মো আবু হানিফ সাগর
সুপারিশপ্রাপ্ত ক্যাডার – বিসিএস তথ্য

ঠিকানা – গ্রাম- বেতান্দর, ইউনিয়ন- বোকাইনগর
পোস্ট অফিস- নাহরা, উপজেলা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ

০৩। আতিফা সুলতানা
সুপারিশপ্রাপ্ত বিসিএসএ ক্যাডার – সাধারণ শিক্ষা (প্রাণিবিদ্যা)
ঠিকানা – গ্রাম- সতিষা, পোস্ট অফিস- গৌরীপুর
উপজেলা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ

০৪। সৈয়দ শাকুর আহমদ
সুপারিশপ্রাপ্ত ক্যাডার – বিসিএস কৃষি (কৃষি সম্প্রসারণ কর্মকর্তা)
ঠিকানা – গ্রাম- চান্দের সাটিয়া, ইউনিয়ন- গৌরীপুর
উপজেলা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ

০৫। আল-আমিন আহমেদ
সুপারিশপ্রাপ্ত ক্যাডার – বিসিএস নিরীক্ষা ও হিসাব
ঠিকানা – গ্রাম- চকপাড়া, ওয়ার্ড নং – ০১, গৌরীপুর পৌরসভা
উপজেলা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ

৬।কামরুল ইসলাম

সুপারিশ প্রাপ্ত ক্যাডার বিসিএস(শিক্ষা)

পিতাঃ মোঃআব্দুল খালেক

নয়াপাড়া,বোকাইনগর

৭। আবদুল্লাহ আল নোমান


পিতা: মুক্তিযোদ্ধা মহিরবুর মাষ্টার,

সুপারিশ প্রাপ্ত বিসিএস ক্যাডার ডাক বিভাগে।
গ্রাম :ঘাটের কোনা,
সহনাটি ইউনিয়ন।

৮।জনাব মো:ফয়সাল আহমেদ

সুপারিশ প্রাপ্ত বিসিএস ফুড ক্যাডার

গ্রাম:খান্দার, পো:শাহগঞ্জ,

গৌরীপুর, ময়মনসিংহ।

৯। সুমিত বনিক ( মন্টি)

সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার শিক্ষা

পিতাঃসমির রঞ্জন বনিক

শ্যামগঞ্জ,গৌরীপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর