উপজেলা থেকে সর্বমোট ৯ জন বিসিএস বিভিন্ন ক্যাডারের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃগত ৩০ জুন, ২০২০ প্রকাশিত ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে গৌরীপুর উপজেলা থেকে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে মোট ৯ জন । সোমবার সকালে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সেঁজুতি ধর ক্যাডার সার্ভিসের হবু ক্যাডারদের সাথে সৌজন্য সভা করেন । এ সময় তিনি সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের সাথে কুশল বিনিময় করেন এবং দিক নির্দেশনামূলক বিভিন্ন উপদেশ দেন । সৌজন্যসভায় উপস্থিত ৫ জন সুপারিশপ্রাপ্ত ক্যাডারের প্রত্যেকেই বলেছে, নির্বাহী অফিসারের দেওয়া পরামর্শ তাঁদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সহায়ক হবে ।
স্বাস্থ্য ক্যাডারে সহকারী ডেন্টাল সার্জন পদে সুপারিশপ্রাপ্ত ডাঃ সাজেদুল ইসলাম রাব্বির বাড়ি গৌরীপুর পৌরসভার পূর্ব দাপুনিয়ায়। চান্দের সাটিয়া থেকে সৈয়দ শাকুর আহমদ কৃষি ক্যাডারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হয়েছে । আতিফা সুলতানার বাড়ি গৌরীপুর পৌরসভার সতিষায় । সে সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে । চকপাড়া থেকে আল আমিন আহমেদ অডিট ক্যাডারে এবং বোকাইনগর ইউনিয়নের বেতান্দর গ্রাম থেকে আবু হানিফ সাগর তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে ।
গৌরীপুর উপজেলা থেকে ৩৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা
০১। মোঃ সাজেদুল ইসলাম আকন্দ (রাব্বি)
সুপারিশপ্রাপ্ত ক্যাডার – বিসিএস স্বাস্থ্য (সহকারী ডেন্টাল সার্জন)
ঠিকানা – হোল্ডিং নং- ৮৩৩/৪
পূর্ব দাপুনিয়া (রামগোপালপুর রোড)
গৌরীপুর, ময়মনসিংহ।
০২। মো আবু হানিফ সাগর
সুপারিশপ্রাপ্ত ক্যাডার – বিসিএস তথ্য
ঠিকানা – গ্রাম- বেতান্দর, ইউনিয়ন- বোকাইনগর
পোস্ট অফিস- নাহরা, উপজেলা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ
০৩। আতিফা সুলতানা
সুপারিশপ্রাপ্ত বিসিএসএ ক্যাডার – সাধারণ শিক্ষা (প্রাণিবিদ্যা)
ঠিকানা – গ্রাম- সতিষা, পোস্ট অফিস- গৌরীপুর
উপজেলা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ
০৪। সৈয়দ শাকুর আহমদ
সুপারিশপ্রাপ্ত ক্যাডার – বিসিএস কৃষি (কৃষি সম্প্রসারণ কর্মকর্তা)
ঠিকানা – গ্রাম- চান্দের সাটিয়া, ইউনিয়ন- গৌরীপুর
উপজেলা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ
০৫। আল-আমিন আহমেদ
সুপারিশপ্রাপ্ত ক্যাডার – বিসিএস নিরীক্ষা ও হিসাব
ঠিকানা – গ্রাম- চকপাড়া, ওয়ার্ড নং – ০১, গৌরীপুর পৌরসভা
উপজেলা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ
৬।কামরুল ইসলাম
সুপারিশ প্রাপ্ত ক্যাডার বিসিএস(শিক্ষা)
পিতাঃ মোঃআব্দুল খালেক
নয়াপাড়া,বোকাইনগর
৭। আবদুল্লাহ আল নোমান
পিতা: মুক্তিযোদ্ধা মহিরবুর মাষ্টার,
সুপারিশ প্রাপ্ত বিসিএস ক্যাডার ডাক বিভাগে।
গ্রাম :ঘাটের কোনা,
সহনাটি ইউনিয়ন।
৮।জনাব মো:ফয়সাল আহমেদ
সুপারিশ প্রাপ্ত বিসিএস ফুড ক্যাডার
গ্রাম:খান্দার, পো:শাহগঞ্জ,
গৌরীপুর, ময়মনসিংহ।
৯। সুমিত বনিক ( মন্টি)
সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার শিক্ষা
পিতাঃসমির রঞ্জন বনিক
শ্যামগঞ্জ,গৌরীপুর