ঢাকা: দেশে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। এর সঙ্গে আবার তাপমাত্রাও কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
কয়েকদিন ধরে দেশের অনেক জায়গায় বৃষ্টিপাত শূন্যের কোটায় চলে গেছে। সেইসঙ্গে সূর্যের তাপও ব্যাপক। দিনের বেলা প্রচণ্ড ঘাম ঝরাচ্ছে প্রকৃতি। দিনের তাপ বিকিরণ হওয়ায় নিস্তার মিলছে না রাতেও।
এ অবস্থায় আবহাওয়া অফিসের গরম কিছুটা কমার আভাস যেন একটু স্বস্তিই দিচ্ছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে; ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আর রাজারহাট ও সৈয়দপুর ছাড়া দেশের কোথাও বৃষ্টিপাত ১০ মিলিমিটার ছাড়ায়নি। এমনকি অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাতই ছিল শূন্যের কোটায়। এ দিন দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজারহাটে; ৬৮ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
এ অবস্থায় রোববার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবার বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।