গৌরীপুরে বিজয় দিবসে শালীহর গনহত্যা শহীদ পরিবারসহ দুই বীরাঙ্গনা শীতবস্ত্র পেলেন

juel / ২২৪ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

আনোয়ার হোসেন শাহীনঃ

ময়মনসিংহে গৌরীপুরে ১৬ ডিসেম্বর ( বুধবার) বিকেলে শালীহর বধ্যভূমি স্মৃতি সৌধের পাদদেশে মহান বিজয় দিবসে ১৯৭১ সালে ২১ আগস্ট শালীহর গণহত্যার শহীদ পরিবারের সদস্যসহ দুই বীরাঙ্গনা শীতবস্ত্র পেলেন ।

গ্রীন শ্যামগঞ্জের উদ্যোগে প্রিমিয়ার ব্যাংক শ্যামগঞ্জ শাখার সহযোগিতায় শীতবস্ত্র প্রদান করেন বিশিষ্ট সমাজ সেবক, গ্রীন শ্যামগঞ্জের উদ্যোক্তা গোবিন্দ বনিক। এ সময় উপস্থিত ছিলেন ছড়াকার আজম জহিরুল ইসলাম, সাংবাদিক হুমায়ুন কবীর ও জনকের সম্পাদক আনোয়ার হোসেন শাহীন।
শীতবস্ত্র গ্রহন করেন শহীদ ক্ষিরদা সুন্দরীর সন্তান অনিল কান্ত বিশ্বাস,শহীদ কামিনী কান্ত বিশ্বাসের সন্তান অমুল্য রতন বিশ্বাস, শহীদ রায় চরন বিশ্বাসের সন্তান রবীন্দ্র চন্দ্র বিশ্বাস, শহীদ মোহিনী মোহন করের নাতি সাগর কর, শহীদ জ্ঞানেন্দ্র মোহন করের সন্তান শিতাংশু মোহন কর, শহীদ নবর আলীর সন্তান মোঃ মোসলেম উদ্দিন, শহীদ তারিনী কান্ত বিশ্বাসের ভাতিজা ব্রজেন্দ্র কান্ত বিশ্বাসসহ ‘৭১ এর দুই বীরাঙ্গনা উপজেলার রামগোপালপুরের জয়ন্তী রাণী ও শাহগঞ্জের মালতী রবিদাস শীতবস্ত্র গ্রহন করেন। ‘৭১এর শহীদ পরিবারের সদস্যরা বলেন, মুক্তিযুদ্ধের ৪৯ বছরের পর এবারেই প্রথম বারের মতো বিজয় দিবসে উপহার পেলাম। কেউ আমাদের খোজ নেয়নি। আমাদের নেই কোন স্বীকৃতি।
উল্লেখ্য মুজিব বর্ষের ৮ ডিসেম্বর গৌরীপুর মুক্ত দিবসে স্মরণিকা ‘জনক’ পত্রিকায় ‘শালীহর গণ হত্যার শহীদরা মুক্তিযুদ্ধের ৪৯ বছরে ও স্বীকৃতি পেলেন না ‘ও ‘গৌরীপুরের দুই বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি চায় ‘ এই শিরোনামে সংবাদ প্রকাশ হলে গ্রীন শ্যামগঞ্জের উদ্যোক্তা গোবিন্দ বনিক শহীদ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর