মুখোশধারী
সনজিত চন্দ্র দাস
একদিন প্রকৃত সত্য উন্মোচিত হবে
মুখোশের পিছনের আসল রহস্য সকলেই জানবে!
মানবে সবাই, জানবে সবাই কিন্তু সময় লাগবে
তখন তোমরা বুঝতে পারবে আসল ভিলেন জাগবে!
ধৈর্য জীবন, ধৈর্য স্বপন এটাই বাঁচার আশা
তাই দেখছি খেলো তুমি,নিষিদ্ধ সে পাশা!
নাটক,ভণিতা সবাই বুঝে কাউকে ভেবোনা বোকা
তাহলে জীবনে তুমিই খাবে সবচেয়ে বড় ধোঁকা!
অতি চালাক ভাবো নিজেকে,ওগো বিদ্যেবোঝাই বাবু
যখন পর্দা সরে যাবে হবে তুমি কাবু!
মিষ্ট করে বলো কথা আসলে তো ভণ্ড
জ্ঞানের দৌড়টাও জানা আছে, আসলে তো গণ্ড!
দেখতে তুমি নায়ক হলেও হৃদয়েতে ভিলেন
ভাজা মাছ উল্টায়া না খেতে পেলেও কাঁচা মাছটা গিলেন!