ষ্টাফ রিপোর্টারঃ ডা.আশরাফ সিদ্দিকীকে অবাঞ্ছিত ঘোষনার প্রতিবাদে আহালে সুন্নাতুল জামাত এর পক্ষে বৃহস্পতিবার বেলা ২টায় গৌরীপুর পৌর শহরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এর সমর্থনে তারা ইতিমধ্যে মাইকিং সহ প্রচারনা চালাচ্ছে।
পাশাপাশি ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে একই সময় একই স্থানে ডা.আশরাফ সিদ্দিকীকে অবাঞ্ছিত ঘোষনার পক্ষে বিক্ষোভের আয়োজন করে। যার ফলে এ দুপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এর পূর্বে মসজিদে কু’বা বগুড়ার খতিব আল্লামা ড. মুফতি মোঃ এম.এম আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ঝাউগাই জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে বাধা দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর বাসস্ট্যান্ডে শুক্রবার (১৮ ডিসেম্বর) আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরদিকে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে গৌরীপুর পৌর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ড.আশরাফ সিদ্দিকীকে উস্কানিমূলক ও বিতর্কিত বক্তব্যের জন্য গৌরীপুরে অবাঞ্ছিত ঘোষনা করে। সংগঠনের নেতৃবৃন্দ গত ২১ ফেব্রুয়ারী গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ড.আশরাফ সিদ্দিকীকে অবাঞ্ছিত ঘোষণা করার ৭টি কারন সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। এ ব্যাপারে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুন রাজগৌরীপুরকে জানান পরিস্থিতি র শান্তিপূর্ণ সমাধানে রাতে দু’পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।যদি সমাধানে না আসে তবে উর্ধতন কর্মকর্তাদের সাথে পরামর্শ ক্রমে পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে৷।