নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলমের যোগদানের পরদিনই ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) অধিদপ্তরের বিভিন্ন পদে থাকা ওই কর্মকর্তাদের বদলি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ পদের কোনো কর্মকর্তা নেই। সবাই জুনিয়র পর্যায়ের চিকিৎসক। করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রমকে আরও জোরালো করার জন্য তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন এক চিকিৎসাপ্রতিষ্ঠান থেকে অন্য চিকিৎসাপ্রতিষ্ঠানে বদলি করা হয়।
করোনাভাইরাস মহামারীতে বিভিন্ন কেলেঙ্কারির কারণে সমালোচনার মুখে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ডিজির পদ ছাড়তে বাধ্য হন। এরপরই বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগের এক আদেশে ডা. খুরশীদ আলমকে অবিলম্বে মহাপরিচালক পদে যোগ দিতে বলা হয়। এর আগে এ অধিদপ্তরের সচিব ও পরিচালককে বদলি করা হয়।
ডা. খুরশীদ আলম ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে দশম বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন।