যে কারণে দেরিতে শুরু আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল

publisher / ৩৯ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও কলম্বিয়া। বাংলাদেশ সময় ভোর ছটায় খেলা গড়ানোর কথা থাকলেও তা হচ্ছে না। কলম্বিয়া সমর্থকদের উশৃঙ্খল আচরণের কারণে ৩০ থেকে ৪৫ মিনিট পরে শুরু হবে শিরোপা মহারণ।

স্টেডিয়ামে খেলোয়াড়দের প্রবেশের সময় উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালান। ফলে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।

স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হন। কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েন বিনা টিকিটে। আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফাইনাল পিছিয়ে দেয়া হয় আধঘন্টার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর