গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার অভিযোগে গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ২৬ জুলাই রাতে হিরণকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ ৬৬৪ জনকে আসামি করা হয়েছে। মামলায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, বিএনপি নেতা হিরণ, বিএনপি নেতা হাফেজ আজিজুল হক ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়াারম্যান এম এ কাইয়ুমসহ ৬৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ৬০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে। গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. অনিক ইসলাম বাদী হয়ে রবিবার ২১ জুলাই মামলা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার ২০ জুলাই বেলা ১১ টার দিকে স্থানীয় কলতাপাড়া বাজার এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে গৌরীপুর থানার তৎকালীন ওসি সুমন চন্দ্র রায়সহ প্রায় ১৫জন পুলিশ সদস্য আহত হন এবং অবরোধকারী স্থানীয় তিন যুবক নিহত হন। নিহতরা হলেন- উপজেলার দামগাঁও গ্রামের হেকিম মুন্সীর ছেলে রাকিব (১৯), চুড়ালী গ্রামের বাবুল মিয়াার ছেলে বিপ্লব (১৯) ও কাউরাট গ্রামের আইন উদ্দিনের ছেলে জুবায়ের হোসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর হোসেন জানান- গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুরের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।
নিউজ-রাজগৌরী- ২৭ জুলাই২০২৪