জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হবে- হিরণ

publisher / ২১ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

গৌরীপুর প্রতিনিধিঃ জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে গৌরীপুর আসার পর উত্তরবাজার এলাকায় আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে এই সরকার টিকে রয়েছিল। জনগণ ও ছাত্রজনতা মিলে সেই সরকারকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। তাদের এমন কর্মকান্ড যে সরকার প্রধান হয়ে বাংলাদেশের বিন্দু মাত্র জায়গায় তাদের টিকে থাকার সুযোগ নেই। তিনি বলেন, এই ধ্বংসযজ্ঞ চলেছে, এই যে হত্যা নিপীড়ন চলেছে , স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। ধ্বংসযজ্ঞ থেকে উঠে আসতে হলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সকল মানুষ মিলে, সকল দল মিলে, সকল দলের অংশগ্রহণে যে সুষ্ঠু নির্বাচন করবো সেই নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠা করা হবে। কর্মসূচিতে অংশ নেন অচিন্তপুর ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান, মইলাকান্দা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহ্বয়ক সুজিত কুমার দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ূন কবির, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন তারেক। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়া বাজারে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে প্রধান আসামি করে নাম উল্লেখ ৬৪ জন ও অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের হয়। ২৭ জুলাই ওই মামলায় হিরণকে গ্রেফতার করে পুলিশ।

নিউজ-রাজগৌরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর