গৌরীপুর থানার দেয়াল যেন গ্রাফিতি গ্যালারি

publisher / ২৩ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

রাকিবুল ইসলাম রাকিবঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার বদলের সাথে বদলে যাচ্ছে দেশের বিভিন্ন দেয়ালের রুপ। দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা। সেই ধারাবাহিকতার ময়মনসিংহের গৌরীপুর থানা ভবনের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাফিতি।

সকাল থেকেই শিক্ষার্থীরা থানার সীমানা দেয়ালের নোংরা ময়লা-আবর্জনা পরিষ্কার করে। এরপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাফিতি ফুটিয়ে তোলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নিজেরাই অর্থ জোগাড় করে রং ও আঁকার সরঞ্জাম কিনে মেতে উঠেছেন দেয়াল পরিষ্কার করে গ্রাফিতি লেখাসহ নানা পঙ্ক্তি লেখার কাজে। এসব গ্রাফিতিতে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাঁদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রতি, সমাজের-রাষ্ট্রের সংস্কার, ঘুষ-দুর্নীতি বন্ধ করা। আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও।

এসময় সময় উপস্থিত ছিলেন গৌরীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মোজাম্মেল হক, রেদুয়ানুল হক ফাহাদ, রাজন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শামছুজ্জামান দুর্জয়, রোভার স্কাউট শিমুল মিয়া, অন্তরা, সাফায়েত ইসলাম, শেখ ছোটন, সবিকুল হাসান শান্ত, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের আশিকুর রহমান রাজিব, রমজানুর রহমান নাজিম প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রাফিতি শিল্পী এ্যানি জানায়, দেয়াল রাঙানোর জন্য আমাদের শিক্ষার্থীরা নিজেরা রং তুলি নিয়ে কাজ করছেন। গ্রাফিটির মাধ্যমে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের পটভূমি তুলে ধরছেন শিক্ষার্থীরা।

নিউজ-রাজগৌরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর