ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গৌরীপুরে আবারো শেখ হাসিনা-রেহানাসহ ৯৮ জনের নামে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের সেকান্দর আলীর ছেলে কৃষক দলের নেতা আবুল কাশেম ময়মনসিংহের ৪ নম্বর আমলী আদালতে মামলাটি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিপ্লব হাসান (২০), নূরে আলম সিদ্দিকী রাকিব (২০) ও জোবায়ের আহমেদ (২১) নামের তিন তরুণ নিহতের ঘটনায় আদালতে এ মামলাটি করা হয়।
জানা যায়, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক সংসদ সদস্য নিলুফার আনজুম পপি, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মোহিতুর রহমান শান্ত, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, সাবেক মেয়র মো: শফিকুল ইসলাম হবি, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ৯৮ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০ থেকে ৩০০ জন।
আদালত সূত্রে জানা গেছে, এই বিষয়ে কোনো ময়নাতদন্তের রিপোর্ট ও অপমৃত্যুর কোনো মামলা হয়েছে কিনা তা আগামী তিন সেপ্টেম্বরে মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ৪ নম্বর আমলী আদালতের বিচারক আসমা সুলতানা গৌরীপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২০ জুলাই ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজারে ছাত্র-জনতার মিছিলে এলোপাথাড়ি গুলিতে বিপ্লব হাসান (২০), নূরে আলম সিদ্দিকী রাকিব (২০) ও জোবায়ের আহমেদ (২১) নামের তিনজন নিহত হন। পুলিশসহ আহত হন অন্তত ৫০ জন।