শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে- ড. ইউনূস

publisher / ৩১ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

ষ্টাফ রিপোর্টারঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

প্রধান উপদেষ্টা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, তা একটি ‘অবন্ধুসুলভ আচরণ’। যতক্ষণ পর্যন্ত ঢাকা ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ না করছে, ততক্ষণ পর্যন্ত তাকে অবশ্যই চুপ থাকতে হবে। তিনি বলেন, ‘যদি বাংলাদেশ (সরকার) তাকে (শেখ হাসিনা) ফেরত না নেওয়া পর্যন্ত ভারত তাকে রাখতে চায়, তবে অবশ্যই তাকে চুপ থাকতে হবে’।

শেখ হাসিনা ভারতে অবস্থান করাতে কেউই স্বাচ্ছন্দ্যবোধ করছে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, ‘ভারতে তার (শেখ হাসিনার) অবস্থানের কারণেই কেউই স্বাচ্ছন্দ্যবোধ করছে না। কারণ তিনি ভারতে আছেন এবং মাঝেমধ্যেই কথা বলছেন, যা সমস্যাজনক। তিনি যদি চুপ থাকতেন, সেখানে নিজের জগতে ডুবে থাকতেন, তবে আমরা হয়তো ভুলে যেতাম, মানুষও হয়তো তাকে ভুলে যেত। কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন—এটা কেউ পছন্দ করছে না। আমরা তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চাই’। শেখ হাসিনার কথা বলার বিষয়টি নিয়ে বাংলাদেশ ভারতকে তার অবস্থান জানিয়েছে কি না, জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, ‘মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে (ভারতকে) জানানো হয়েছে যে, তার চুপ থাকা উচিত।’ 

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ড. ইউনূস আরও বলেন, ‘হ্যাঁ, অবশ্যই তাকে ফিরিয়ে আনতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা চালিয়েছেন, তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে।’ নিউজ-সূত্র-অনলাইন- রাজগৌরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর