গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

publisher / ২২ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, লুটপাট, নিরপরাধ ব্যাক্তিদের নামে মামলা, অন্তবর্তীকালীন সরকার সহ বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন তাঁরা।

লিখিত বক্তব্য পাঠে সমন্বয়করা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোঠা সংস্কার ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আহবানে গত ৮ জুন তাঁরা গৌরীপুর হারুন পার্কে প্রথমে একটি মানববন্ধন করেন এবং আন্দোলন চলমান থাকে। পরবর্তীতে ১৭ জুলাই গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করলে ছাত্র লীগের সন্ত্রাসী বাহিনী ও পুলিশ তাদের উপর হামলা চালায়, এতে বেশ কয়েকজন শিক্ষার্থী মারাত্মক আহত হয়। ১৮ ও ১৯ জুলাই শিক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজারে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন। ২০ জুলাই আওয়ামী ফ্যাসীবাদি সরকার কারফিউ জারি করলে শিক্ষার্থীরা কারফিউ ভেঙে সকাল থেকে কলতাপাড়া বাজারে মহাসড়কে অবস্থান নেন। ছাত্রদের অবস্থানের খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশের একটি টিম গিয়ে প্রথমে তাদের উপর রাবার বুলেট ছুড়ে ও পরবর্তীতে সরাসরি গুলি চালায়, এতে নূরে আলম রাকিব, মোঃ বিপ্লব হাসান, জুবায়ের আহমেদ মারা যান ও ২৩ জন আহত হন।

সমন্বয়কারীরা আরও জানান, শিক্ষার্থী ও জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগ করলে গৌরীপুরে অতিউৎসাহী কিছু লোক কলতাপাড়ার ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করছেন, এসব মামলায় প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরপরাধ কিছু মানুষকে ব্যক্তিগত শত্রুতায় আসামি করা হচ্ছে আর এর অন্তরালে চলছে চাঁদবাজি। নিরপরাধ মানুষকে হয়রানি করা জুলাই বিপ্লবের আদর্শের সাথে সামঞ্জস্য নয়। তাছাড়া যারা এসব মামলা দায়ের করেছেন, তাঁরা কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমন্বয়ক মেহদী হাসান, নাইম আহমেদ দিহান, শামসুজ্জামান দুর্জয়, নূর মোহাম্মদ সিদ্দীকী, রিদওনুল, অর্পিতা কবির এ্যানি, মোঃ শিমুল মিয়া, মোজাম্মেল হক, রকিবুল ইসলাম, ছোটন মিয়া, রাজিব প্রমূখ।

নিউজ-রাজগৌরী-


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর