গৌরীপুরে শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ পালিত।

publisher / ১৮ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

গৌরীপুর প্রতিনিধিঃ
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে একমাস পূর্ণ হওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ পালিত হয়েছে। এসময় শিক্ষার্থীরা একটি মিছিল কলতাপাড়া বাজার থেকে শুরু হয়ে বাজারের শহীদ মিনার চত্বরে এসে শেষ করে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, ‘দীর্ঘ প্রায় দেড় মাস ধরে সাধারণ ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমরা দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছি, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি।’
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার কলতাপাড়া বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় দেড় মাস ধরে সাধারণ ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমরা দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছি, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমাদের আহ্বান থাকলে যে লক্ষ ও উদ্দেশ নিয়ে আমরা দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। সেই লক্ষে আমাদের সবাইকে সুন্দরভাবে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- মোজাম্মেল হক, শামসুজ্জামান দুর্জয়, রিদওয়ানুল ইসলাম ফাহাদ, রাজন আহমেদ, ফাহাদ হাসান, মেহেদি হাসান টুটুল, অনিক মজুমদার শুভ, মেহেদি হাসান তুষার, বিল্লাল হোসেন, শিমুল হাসান প্রমুখ।

নিউজ রাজগৌরী—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর