আসামি হলেই গ্রেপ্তার করা যাবে না : আইজিপি

publisher / ২৭ দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

রাজগৌরীপুর ডেক্সঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, কেউ যদি সত্যিকার অর্থে অপরাধ করে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। কেউ যদি নিরীহ ও নিরপরাধ হয়ে থাকেন তাহলে কারো কোনো প্রকার ভয় পাওয়ার কারণ নেই। নিরপরাধ কাউকে আসামি করলে যাচাই-বাছাইয়ের মধ্যে বের হয়ে যাবে। কোনো অফিসার বা মামলার তদন্ত কর্মকর্তা কেউ নিরপরাধ কাউকে ধরার জন্য ক্ষমতাপ্রাপ্ত না। মামলা করলে, আসামি হলেই কাউকে ধরতে হবে, আইন এটা বলে না।  

শনিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘জনগণের অংশগ্রহণ ছাড়া পুলিশিং করা যায় না। ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন লাগবে, আমার কাজের ক্ষেত্রে। সেই জায়গায় আমরা কাজ করছি।

আইজিপি বলেন, ‘আমাদের অস্ত্র উদ্ধার অভিযান চলছে। পুলিশের খোয়া যাওয়া ৭৫ শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আর ২৩৮টি অবৈধ অস্ত্র যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙালিদের মধ্যে ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে একটি পক্ষ গুজব সৃষ্টি করে সহিংসতাকে উসকে দিচ্ছে।’

পুলিশের আইজিপি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমাদের সদস্যসহ প্রত্যেকটি মৃত্যুর ঘটনায় তদন্ত করা হবে, বিচার করা হবে। ইতিমধ্যে জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশিন কাজ করছে। সরকার কিন্তু আন্তরিক। যারা নিহত হয়েছে, আহত হয়েছে প্রতিটি ঘটনার বিচার হবে, সুষ্ঠু তদন্ত হবে।’

আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, ‘কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারী ঘটনা ঘটবে না। এই দেশ সব মানুষের। এই দেশ হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান-মুসলমান সবার। যারা এই দেশের নাগরিক প্রতিটি বিষয়ে সবার সমান অধিকার। যেকোনো অপতৎপরতা রুখে দিতে চাই। সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসব। তারা তা উৎসবের মধ্য দিয়ে পালন করবে। সেখানে আমাদের পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে আমরা সতর্ক থাকব। কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, তাকে কঠোর আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদী ও সন্ত্রাসবাদী কার্যক্রম দেশের শত্রু। যারা এগুলোতে জড়িয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা তৎপর। কেউ কেউ জামিন পেয়েছে, জামিন একটি আইনি অধিকার। আমরা যদি দেখি আবার জঙ্গিবাদে জড়িয়েছে, সেখানে তাকে আবার আইনের আওতায় আনবো। আমাদের মনিটরিং কিন্তু সব সময় আছে। কোনো অপরাধে কারো জড়িত হওয়ার সুযোগ নেই।##

নিউজ-রাজগৌরী-সূত্র ইন্টারনেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর