সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

publisher / ২১ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ষ্টাফ রিপোর্টারঃ আগামী তিন বছরের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার। আর সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ভাইস চেয়ারম্যান হিসাবে তথ্য ও সম্প্রচার সচিব  এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

রোববার ১৩ সদস্যের এ ট্রাস্টি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্য করা হয়েছে-তথ্য অধিদফতরে প্রধান তথ্য কর্মকর্তা, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মনোনীত মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা, অর্থ বিভাগ থেকে মনোনীত ওই বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি খায়রুল বাশার, বিএফইউজে’র কার্যনির্বাহী সদস্য শাহীন হাসনাত, দৈনিক কালবেলা পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. আলাউদ্দিন, যমুনা টেলিভিশনের অ্যাসিস্ট্যান্ট এডিটর মীর মুশফিক আহসান ও এখন টিভির স্টাফ রিপোর্টার সাজিদ আরাফাত।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন ২০১৪-এর ৬ ধারা অনুয়ায়ী তিন বছর মেয়াদে এ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হলো। এই আইনের বিধান অনুসারে টাস্ট্রি বোর্ড দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর