রাজধানীতে উদ্বোধন হলো ট্যান-এর প্রথম আউটলেট

publisher / ৮৯ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আবু কাউছার চৌধুরী রন্টিঃ দেশিয় চামড়াজাত পণ্য ও ব্যাগের স্বনামধন্য প্রতিষ্টান ট্যান TAN এর প্রথম আউটলেটের উদ্বোধন হলো গত শনিবার ১৯ অক্টোবর এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে । আউটলেটটি উদ্বোধন করেন বাংলাদেশের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।

দীর্ঘদিন ধরেই ট্যান বেশ পরিচিত একটি নাম। আন্তর্জাতিক মানের চামড়াজাত ব্যাগ ও অন্যান্য ফ্যাশন পণ্য প্রস্তুত করে থাকে প্রতিষ্ঠানটি। চামড়ার পাশাপাশি ট্যান কাজ করছে গামছা ও প্রিন্টেড ফেব্রিকসহ বিভিন্ন দেশীয় উপকরণে তৈরি ব্যাগ নিয়ে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ট্যানকে সঙ্গে করে এই শিল্পক্ষেত্রে কাজ করছেন ব্র‍্যান্ডটির স্বত্তাধিকারী ফ্যাশন উদ্যোক্তা তানিয়া ওয়াহাব।

ফ্যাশন উদ্যোক্তা তানিয়া ওয়াহাবের স্বপ্ন বলা যায় ট্যানকে। নিজের ব্র‍্যান্ডকে অনলাইনের গণ্ডি ছাড়িয়ে আরও বেশি মানুষের কাছে পরিচিত করতে একটি আউটলেটের প্রয়োজনীয়তা বোধ করেছিলেন তিনি। ব্র‍্যান্ড নিয়ে সেই লক্ষ্য পূরণ করতেই নতুন এই যাত্রা। রাজধানী ঢাকার ধানমন্ডির আনাম র‍্যাংস প্লাজার ৪র্থ তলায় ১৩ নম্বর দোকানটিতে এসে ক্রেতারা এখন দেখেশুনে কিনতে পারবেন ট্যানের সব পণ্য।

বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল বলেন, কেউ যখন নিজের মেধা ও সৃজনশীলতা দিয়ে কিছু জয় করে নেয়, তার চেয়ে সুন্দর আর কিছুই হয় না। আমি এই উদ্বোধন অনুষ্ঠানে এসে তানিয়া ওয়াহাবের সাফল্যে দেখ সত্যিই খুব খুশি। আমাদের দেশিয় পণ্যগুলো এভাবেই সকলের প্রথম পছন্দ হয়ে উঠুক।

তানিয়া ওয়াহাব বলেন, আমার অনেকদিনের স্বপ্ন ছিল ট্যানের একটা আউটলেট হবে। আগে দেখতাম আমদের দেশের লোকজন বিদেশ থেকে ব্যাগ নিয়ে আসত । কিন্তু আমি চাই আমাদের ব্যাগের মান এমন হোক যাতে বিদেশিরা আমাদের দেশ থেকে ব্যাগ নিয়ে যায়। জানা যায়, আউটলেটটির পুরো অবকাঠামো ও সাজসজ্জায় তিনি দেশি উপকরণ আর পরিবেশবান্ধব সবকিছু ব্যবহার করেছেন। আউটলেটের সব পরিকল্পনাসহ ইন্টেরিয়র ও ডিজাইনও আমার নিজের করা।

আউটলেটে বিভিন্ন ধরনের ব্যাগ, বেল্টসহ অন্যান্য চামড়াজাত পণ্যের সম্ভারে সাজানো হয়েছে ট্যানের নতুন ঠিকানাটি। এখানে পাওয়া যাবে তাদের কি-পার্স, পার্স ওয়ালেট, মোবাইল ব্যাগ, ক্রস বডি ব্যাগ, হোবো ব্যাগ, ল্যাপটপ ব্যাগ ও ভ্রমণের ব্যাগসহ প্রতিদিনের ব্যবহারের ব্যাগ।  চামড়াজাত পণ্য থেকে ট্যানের পথচলা শুরু হলেও এখন তাদের প্রোডাক্ট লাইনে বিভিন্ন ফেব্রিকের ব্যাগও পাওয়া যায়। গামছা ব্যাগ আর প্রিন্টেড ফেব্রিকের ব্যাগ নজর কাড়ছে নতুন আউটলেটে। এছাড়া ব্র‍্যান্ডটির সম্প্রতি লঞ্চ করা ব্লাউজ ব্যাগ সেটও আছে এখানে।

এই অনুষ্ঠানে উপস্থিত আরেক ব্যাগের উদ্যোগ দ্য হকার্সের স্বত্বাধিকারী তাসনিয়া ইরা, ব্র্যান্ড গুটিপার স্বত্ত্বাধিকারী তাসলিমা মিজিও, বিশিষ্ট সাংবাদিক ও উপস্থাপিকা ইসরাত জাহানি উর্মি সহ তানিয়ার উদ্যোক্তাবন্ধু, ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা। উদ্বোধনের পরপরই দেখা যায় সবাই ঘুরে ঘুরে দেখে দেখে কেনাকাটা করছে।

নিউজ-রাজগৌরী-অক্টোবর-২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর