রাজগৌরীপুর ডেস্কঃ
সকাল হলেই মুসলমানদের অন্যতম বৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযাহা। করোনা বিপর্যয় রোধে বাংলাদেশে খোলা স্থানে ঈদের জামাত আয়োজন নিষিদ্ধ করে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার প্রেক্ষিতে গৌরীপুর পৌর এলাকায় অবস্থিত মসজিদ সমূহে নিন্মে বর্ণিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে৷
২নং রেল গেইট মসজিদ- প্রথম জামাত সকাল ৭টায় ২য় জামাত -সকাল ৮ টায়,মধ্যবাজার বড় মসজিদ- সকাল ৮ টায়,সাবরেজিস্টি মসজিদ- সকাল ৯টায়,কালীপুর বাজার মসজিদ -সকাল সাড়ে ৯টায়,শান্তিবাগ মসজিদ- সকাল সাড়ে ৮ টায়,বাশমহাল মসজিদ- সকাল ৮টায়,সরকারি কলেজ মসজিদ -সকাল ৯টায়,গোলকপুর মাদরাসা মসজিদ-সকাল সাড়ে ৮টায়,খেলার মাঠ মসজিদ -,সকাল সাড়ে ৮ টায়,উপজেলা পরিষদ মসজিদ -সকাল সাড়ে ৮ টায়,নতুন বাজার মসজিদ – সকাল ৮ টায়,বালুয়াপাড়া মসজিদ -সকাল ৯টায়,ভালুকা মসজিদ-সকাল সাড়ে ৮টায়,রেল ষ্টেশন মসজিদ-সকাল সাড়ে ৮টায়,আল-জামিয়াতুল উলুম মাদরাসা মসজিদ( মধ্য ভালুকা)-সকাল ৮ টা ৪০ মিনিট,উত্তর বাজার জামে মসজিদ- প্রথম জামাত সকাল সাড়ে ৮ টায়,২য় জামাত সকাল সাড়ে ৯ টায় অনুুুষ্ঠিত হবে।