গৌরীপুর প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজিলা প্রানিসম্পদ বিভাগ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বুধবার ৬ অক্টোবর সকালে স্বল্প মূল্যে ডিম বিক্রির উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ হারুন উর রশিদ। এসময় প্রতি পিস ফার্মের ডিমের দাম নির্ধারণ করা হয়েছে ১২টাকা।
স্বল্প মূল্যে ডিম বিক্রির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এল,ই,ও ডাঃ আসমাউল ইকবাল মৃদুল, মোরশেদ মিয়া, এগ্রো-ভেট রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারন সম্পাদক আবুল বাশার রিপনসহ প্রানি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা বৃন্দ। উদ্যোগক্তারা জানান, সরাসরি খামারীদের কাছ থেকে ডিম সংগ্রহ করে ভোক্তার কাছে বিক্রি করা হবে। এ কার্যক্রম চাহিদা অনুযায়ী সপ্তাহে ২ দিন বিক্রি অব্যহত রাখা হবে।
উল্লেখ্য, উদ্বোধনের দিন ১ হাজার পিস ডিম ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।
নিউজ-রাজগৌরী