ময়মনসিংহে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা অনুষ্ঠিত

publisher / ২২ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

রাজগৌরীপুর ডেক্সঃ নিরাপদ মাতৃত্ব ও শিশুর জন্য সুস্থ শৈশবের অঙ্গীকারে ময়মনসিংহে টেলিভিশন সাংবাদিকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী “ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’ শীর্ষককর্মশালা সমাপ্ত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের সহযোগিতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) আয়োজিত এ কর্মশালা শুক্রবার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।

শনিবার ২১ ডিসেম্বর অপরাহ্নে সমাপনী পর্বে এনআইএমসি’র মহাপরিচালক সুফী জাকির হোসেন অংশগ্রহণকারী চল্লিশ জন সাংবাদিকের হাতে সনদ তুলে দেন। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, এনআইএমসি’র পরিচালক মোঃ নজরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথি ড. আলতাফ বলেন, “শিশু ও নারীর উন্নয়নের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব। গণমাধ্যম সমাজের শক্তিশালী মাধ্যম হিসেবে এ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কর্মশালার বার্তাগুলো মাঠপর্যায়ে প্রয়োগ করলে জনগণ সরাসরি উপকৃত হবে।” তিনি জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানান।

কর্মশালার বিশেষ অতিথি জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “৫ আগস্টের পর বর্তমান সরকার নারী ও শিশুর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে সমাজকে সচেতন করতে পারে এবং উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখতে পারে।” কর্মশালার আয়োজকরা জানান, এই কার্যক্রম গণমাধ্যমের মাধ্যমে নিরাপদ মাতৃত্ব, শিশুদের সুস্থ শৈশব এবং নারীর উন্নয়নে ব্যাপক সচেতনতা তৈরিতে সাংবাদিকদের দায়িত্ববোধ ও পেশাগত দক্ষতা বাড়াতে সাহায্য করবে। সূত্র-ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার শেখ মো: শহীদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি।

নিউজ-রাজগৌরী-ডিসেম্বর/২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর