রাজগৌরীপুর ডেক্সঃ খ্রিস্টান ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন ময়মনসিংহের গৌরীপুরে বুধবার ২৫ ডিসেম্বর নানা আয়োজনে পালিত হয়েছে । বড়দিন উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর শহরের ১৬টি চার্চ বর্ণিল সাঁজে সাঁজানো হয়। উপাসনা সঙ্গীত, কেককাটা, বাইবেল পাঠ ও প্রীতিভোজের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়।
বড়দিন উপলক্ষে চার্চ রিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার। বড়দিন উপলক্ষে রামগোপালপুরে প্রেসবিটেরিয়ান চার্চ লর্ড লাভ বাংলাদেশ মিশন ট্রাস্টে যিশু খ্র্রিস্টের জন্ম ও ধর্মীয় অনুষ্ঠানে প্রধান আলোচনা করেন পাস্টর হিরা লাল দাশ।
ধর্মীয় উপাসনা শেষে প্রতিবেশী ও বিভিন্ন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেন। এ চার্চে প্রায় দেড়শ পরিবার একই সাথে বড়দিন উদযাপন করে। বড়দিন ঘিরে চার্চে উপাসনার ব্যবস্থা করা, কেক কাটা, বাহারি পিঠা তৈরি, রকমারি খাবার রান্না, ঘরের সাজসজ্জা ছিল উল্লেখযোগ্য।
ধর্মীয় আলোচনায় অংশ নেন পাস্টর হিরালাল দাশ, সাধারণ সম্পাদক হেনরী ইনক দাশ, হেনরি বিপ্লব খ্রিস্ট দাস, হেনরি হিল্টন উত্তম দাশ, রবার্ট রতন দাস, কৌশল্যা রাণী দাশ, ফ্লোরেন্স মালা কুমারী, সুমি ডায়েস, রিনা ডায়েস, রিচার্ড ডায়েস, নয়মী ডায়েস, কোয়েল দাশ, বাড়িওয়ালাপাড়া গীর্জার এলবার্ট বাদল দে, শিবানী রানী বিশ্বাস, বাবুল চন্দ্র দাস, মেরী রায় প্রমুখ। ##