গৌরীপুরে ইউএনওর কম্বল বিতরণ

publisher / ২১ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
????????????

রাজগৌরীপুর ডেক্সঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান মঙ্গলবার ২৪ ডিসেম্বর পৌষ মাসের শীতের মধ্যরাতে ঘুরে ঘুরে শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন।

ওইদিন রাতে গৌরীপুর পৌর শহরের হরিজনপল্লী, এতিমখানা, মাদরাসা ও গৌরীপুর রেলওয়ে জংশন এলাকায় কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই এতিম, দরিদ্র শিক্ষার্থী, ছিন্নমূল ও ভাসমান নারী-পুরুষ, অটোরিকশা চালকসহ ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। গৌরীপুর জংশনের ছিন্নমূল নারী রুপালী বলেন, শীতবস্ত্র না থাকায় শীতের রাতে খুব কষ্ট হচ্ছিল। ইউএনও স্যার স্টেশনে এসে নতুন শীতের কম্বল দিয়েছে। এতে আমি অনেক খুশি। হরিজন পল্লীর সর্দার রঙিলা বাশফোর বলেন, ইউএনও স্যার রাতের বেলায় আমাদের এখানে এসে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। পরে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে নতুন কম্বল উপহার দিয়েছেন। আমরা কম্বল পেয়ে সবাই খুশি।

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, কয়েক দিন ধরে এই অঞ্চলে বেশ শীত পড়েছে। এই শীতে অনেক ছিন্নমূল ও শীতার্ত মানুষের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করতে আমি নিজেই রাতে কম্বল নিয়ে বের হয়েছি। অপ্রত্যাশিত ভাবে কম্বল উপহার পাওয়ার পর শীতার্ত মানুষের মুখে যে হাসি দেখেছি, সেটাই আমার মনকে প্রশান্তি দিয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর