স্বাধীনতা দিবসের সিনেমা প্রদর্শনীতে ময়মনসিংহে মানুষের ঢল

publisher / ৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ষ্টাফ রিপোর্টারঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত সিনেমা প্রদর্শনীর আয়োজনে আপামর সাধারণ মানুষের ঢল নামে।

উল্লেখ্য, প্রায় ছয় লাখের বেশি মানুষের বসবাস দেশের সপ্তম বৃহৎ মহানগর ময়মনসিংহে । অতীতে শহরে অনেকগুলো সিনেমা হল থাকলেও এখন মাত্র একটি। অন্য সিনেমা হলগুলো দর্শকের অভাবে কালে কালে বিলীন হয়ে গেছে। কিন্তু স্বাধীনতা দিবসে উন্মুক্ত সিনেমা দেখার জন্য উৎসাহী মানুষের কোনো অভাব দেখা যায়নি। কেউ নিচে বসে, কেউ রিকশায় বসে এবং বহু বালক-বালিকা, নারী-পুরুষ দাঁড়িয়ে চলচ্চিত্র উপভোগ করে।

২৬ মার্চ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে ‘শ্রাবণ বিদ্রোহ’, ‘পথ’, ‘ছাদ আকাশের গল্প’ ও ‘জুলাইয়ের চিঠি’ চারটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার প্রদর্শনীতে সমাজের সকল পেশার মানুষ যোগ দেয়। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম জানান, সিনেমা চারটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর থেকে স্বাধীনতা দিবসে প্রদর্শনীর জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি গণহত্যা দিবসেও ময়মনসিংহ টাউন হল চত্বরে অধিদপ্তর নির্দেশিত তিনটি সিনেমা প্রদর্শনীতে যথেষ্ট দর্শক ছিল।

এ বছর স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা প্রশাসন গৃহীত কর্মসূচি ময়মনসিংহ জেলা ও উপজেলা শহরে সপ্তাহব্যাপী প্রচারের উদ্যোগ নেয় তথ্য অফিস। দিবস দু’টির সরকারি অনুষ্ঠানগুলোতে শব্দযন্ত্র সরবরাহের পাশাপাশি এ দপ্তর স্বাধীনতা দিবসের সরকারি পোস্টার জেলা ও ১৩ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল গুরুত্বপূর্ণ দপ্তরে পৌঁছে দেয়। একইসাথে ২৬ মার্চের প্রাক্কালে শহরের প্রধান প্রধান সড়ক ও জনসমাগমস্থলে তাদের স্থাপিত পোস্টার মানুষের মাঝে স্বাধীনতা দিবসের আগমন বার্তা দেয়।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর