গৌরীপুরে নতুন করে ১ জন করোনা পজেটিভ সনাক্ত

admin / ১২৩ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০


ষ্টাফ রিপোর্টারঃ
৪ আগষ্ট সর্বশেষ করোনা পজেটিভ রোগী সুস্থ হবার পর গত ৬ দিন করোনা মুক্ত গৌরীপুরে আজ(১০ আগষ্ট)নতুন করে ১ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। তার বাড়ি পৌর এলাকার মধ্যমতরফ মোড় সংলগ্ন বাঁশ মহালে বলে জানা গেছে। আক্রান্ত ব্যক্তি ৯ আগষ্ট ময়মনসিংহে তার নমুনা পরীক্ষার জন্য প্রদান করে, নমুনা পরীক্ষার ফলাফলে তার শরীরে কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় বলে নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রবিউল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গৌরীপুর, ময়মনসিংহ এর তথ্য মতে
১০ আগষ্ট কোভিড-১৯ আপডেট:

  • মোট নমুনা সংগ্রহ: ৪২৫ টি
  • নমুনা পরীক্ষা করা হয়েছে: ৪০০ টি
  • কোভিড -১৯ পজিটিভ মোট রোগী: ২২ জন (আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেওয়া গৌরীপুর পৌরসভার একজন কোভিড-১৯ পজিটিভ হয়েছে)
  • বর্তমানে হোম আইসোলেশনে : ১ জন
  • হাসপাতালে আইসোলেশনে : ০০
  • আইসোলেশন থেকে মুক্ত: ২১ জন
  • মৃত্যু: ০০

ইউনিয়ন ভিত্তিক কোভিড -১৯ রোগী:

(১) পৌরসভা-০৩ (সুস্থ-২,আইসোলেশনে-১ )
(২) মইলাকান্দা -০১ (সুস্থ)
(৩) গৌরীপুর -০০ (৪) অচিন্তপুর -০০
(৫) মাওহা-০১(সুস্থ)
(৬) সহনাটি -০৪ (সুস্থ )
(৭) বোকাইনগর -০০ (৮) রামগোপালপুর -০৬ (সুস্থ )
(৯) ডৌহাখলা -০৬ (সুস্থ ) (১০) ভাংনামারী -০০
(১১) সিধলা-০১ (সুস্থ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর