গৌরীপুরে মনিটরিং নেই সার বিক্রিতে; পাচার হচ্ছে পাশ্ববর্তী উপজেলায়

admin / ১২১ দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০


ষ্টাফ রিপোর্টারঃ
গৌরীপুর উপজেলায় ইউরিয়া, নন ইউরিয়া সার বিক্রিয়ে নেই পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা,যে কারনে উপজেলার জন্য বরাদ্দকৃত সার পাচার হয়ে চলে যাচ্ছে পাশ্ববর্তী উপজেলাসহ জেলার প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতে।আজও (মঙ্গলবার) গৌরীপুর-বেখৈরহাটি সড়কের হ্যান্ডট্রলি দিয়ে সার পাচারের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গৌরীপুর-বেখৈরহাটি সড়ক ব্যবহার করে গৌরীপুরের কতিপয় অসাধু সার ডিলারদের সহায়তায় প্রতিনিয়ত ইউরিয়া ও নন-ইউরিয়া সার বিক্রি হয়ে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে। গৌরীপুর উপজেলার খুচরা এক সারের ব্যবসায়ীর দোকানও ভূইয়ারবাজারে। মঙ্গলবার (১১ আগস্ট/২০২০) দুপুরে হ্যান্ডট্রলি চালক রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র জাসদ মিয়া জানান, তিনি গৌরীপুর পৌরসভার মোক্তার উদ্দিন চৌধুরীর দোকান থেকে এ সার নিয়ে এসেছেন। সার যাবে মাওহা ইউনিয়নের বিষমপুর বাজারে মজলু মিয়ার দোকানে।
এদিকে সার ডিলার মোক্তার উদ্দিন জানান, তিনি সার বিক্রি করেছেন অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারের সারের ব্যবসায়ী মোঃ দুলাল মিয়ার নিকট,মাওহা ইউনিয়নের বিষমপুরে কার সার যাচ্ছে, তা জানেন না তিনি। মাওহা ইউনিয়নের নির্ধারিত ডিলার বীর মুক্তিযোদ্ধা রতন সরকার জানান, মাওহা ইউনিয়নে অন্যকোন ডিলারের সার আসার কথা নয়; কার সার এসেছে বা কোথায় যাচ্ছে তিনি তা বলতে পারবেন না।
কৃষি অফিস সূত্র জানায়, অচিন্তপুর ইউনিয়নের দায়িত্বে আল আমিন ট্রেডার্স, মাওহা ইউনিয়নে তন্নী মুন্না এন্টারপ্রাইজের আর মোক্তার উদ্দিন চৌধুরী’র দু’টি ডিলারের অধিনে সহনাটী ইউনিয়ন ও গৌরীপুর পৌরসভা।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, সার পাচারের অভিযোগটি তদন্ত করা হবে,এবং সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(সুত্রঃদৈনিক বাহাদুর)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর