গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর শহরের প্রান কেন্দ্রে মধ্যবাজার ধানমহালে মম টেলিকমে সোমবার রাতে দুর্ধর্ষ চুরি হয়েছে। এতে ৩৫ টি এনড্রয়েট মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। গৌরীপুর থানা থেকে মাত্র ৩শত মিটার দূরত্বে অবস্থিত উক্ত চুরি জনমনে চরম আতংক সৃষ্টি করেছে।
মম টেলিকমের মালিক সুকান্ত জানায়, প্রতিদিনের মত ১৭ আগষ্ট রাতে দোকানর বন্ধ করে বাসায় যায়। পর দিন ১৮ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় দোকান খোলে দেখে তার সোকেসের সাজানো ৩৪ টি এনড্রয়েট মোবাইল ফোন এবং ড্রয়ারে রক্ষিত বিকাশ ও মোবাইল বিক্রির নগদ ৪৫ হাজার টাকা নেই। পরে উপরে তাকালে দেখত পায় সিলিং ও টিনের চালের উপরের একটি অংশ খোলা।
ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসে। কেউ কেউ মন্তব্য করে এইটি মাদক সেবীদের কাজ এর আগে কখনো এলাকায় এমন ঘটনা ঘটেনি।
ইদানিং গৌরীপুর উপজেলা পরিষদের সামনে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রোড ও হাতেম আলী রোডের জনৈক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বড় ভাই হেরোইন বিক্রি করেছে। তিনি বাসা থেকে এ ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিদিন শতাধিক হেরোইন আসক্তরা তার কাছ থেকে হেরোইন কিনতে আসে। সে প্রকাশ্য রাস্তায় দাড়ীয়ে হেরোইন বিক্রি করছে। সম্প্রতি আইনশৃংঙ্খলা বাহিনি তাকে আটক করলেও অদৃশ্য খোটির জোরে সে ছাড়া পেয়ে যায়। আর এ এলাকার অলি-গলি দিয়ে আসক্তরা দিন রাত ঘুরা ফেরা করে। কাপড় সিলভারের ঘটিবাটি চুরির ঘটনা অহরহ ঘটছে বলে মন্তব্য করেন এলাকাবাসী
মোবাইল চুরির ঘটনার খবর পেয়ে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে মামলার প্রস্ততিু চলছে বলে তিনি রাজগৌরীপুরকে জানান ।