আনোয়ার হোসেন শাহীনঃ
গৌরীপুর সরকারি কলেজের ছাত্র সংসদ ভবনটি এখন আর নেই। এখানে তৈরি করা হবে বহুতল বিশিষ্ট অত্যাধুনিক একাডেমিক ভবন। পুরাতন এই ভবনটিকে ঘিরে ছিল অনেক স্মৃতি। এখানে বসতেন ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, জি এস, সম্পাদক মন্ডলী ও ছাত্র নেতৃবৃন্দ।
১৯৬৪ সনে প্রতিষ্টিত কলেজটি এ অঞ্চলের শিক্ষা, গনতান্ত্রিক, স্বাধিকার আন্দোলন ও নেতা তৈরীর সুতিকাগার বলা হয়ে থাকে।
কলেজ প্রতিষ্টার পরের বছর থেকে ছাত্র সংসদ প্রতিষ্টিত হয়। সর্বমোট ২০ টি ছাত্র সংসদ (গৌকছাস) নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন অংশ গ্রহন করে ছিল। ১ ম নির্বাচন অনুষ্ঠিত ১৯৬৫ সালে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০০ সালে।কলেজ ভবন বিলপ্তি সাথে সাথে ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধিদের নাম বিলুপ্তি হয়ে গেছে। কলেজে নেই কোন তালিকা। তালিকা চাওয়া হলে, এ ব্যাপারে গৌরীপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিল্টন ভট্টাচার্য বলেন,নন অফিসিয়াল কিছু নাম দেয়া যাবে। পূর্বে ছাত্র সংসদ বিষয়ে সংরক্ষণ রাখার মত কোন উদ্যোগ নেয়া হয়নি বিধায় কোন প্রমাণ পত্র নেই।
গৌরীপুর কলেজের প্রাক্তন ভিপি দেওয়ান কাঞ্চন খান ও প্রাক্তন জি এস মোখলেছুর রহমান খান বাবুল বলেন, কলেজ কতৃপক্ষের এ কর্মের তীব্র নিন্দা জানাই। একটি ইতিহাসকে হত্যা করে ফেলা হয়েছে । এর দায় কলেজ কতৃপক্ষকে বহন করতে হবে। অবিলম্বে একটি কক্ষকে সংগ্রহশালা ঘোষণা দিয়ে ছাত্র সংসদ ভিপি জিএস নামের তালিকা ছবিসহ সংরক্ষণের দাবী করছি।
১৯৬৫-১৯৬৬ সনে গৌরীপুর সরকারী কলেজ ১ম ভিপি মোঃ কামরুল ইসলাম ( বাংলাদেশ ছাত্র লীগ),থানা -কটিয়াদি, কিশোর গঞ্জ,জি এস মোঃ সাহেদ আলী ফকির ( বাংলাদেশ ছাত্রলীগ)।
১৯৬৬- ১৯ ৬৭ ইং ভিপি মোঃ মোতালেব চৌধুরী প্রায়াত , (বাংলাদেশ ছাত্র লীগ ), জি এস মোঃ কাজী আশরাফ উদ্দিন
প্রয়াত(স্বতন্ত্র)।
১৯৬৭- ১৯৬৮সনে ভিপি মোঃ আব্দুল হাই নাট্যকার প্রয়াত (বাংলাদেশ ছাত্রলীগ ) জি এস মোঃ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ( বাংলাদেশ ছাত্র লীগ)
১৯৬৮ – ১৯৬৯ সন ভিপি মোঃ ফজলুল হক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ( বাংলাদেশ ছাত্র লীগ) , জি এস মোঃ ইকবাল হাসান প্রয়াত ( ছাত্র ইউনিয়ন) ।
১৯৬৯- ১৯৭০ ইং ভিপি মোঃ কাজিম উদ্দিন, তারাকান্দা, বর্তমান জেলা পরিষদ সদস্য ( বাংলাদেশ ছাত্র লীগ) জি এস মোঃ জহির বেগ ( বাংলাদেশ ছাত্র লীগ)। ৭১ আততায়ীর হাতে নিহত।
১৯৭২ – ১৯৭৩ ভিপি মোঃ আব্দুস ছাত্তার (ছাত্র ইউনিয়ন) জি এস মোঃ নাজমুল হক,থানা-হালুয়াঘাট,বর্তমানে হাইকোর্ট আইনজীবী (ছাত্র ইউনিয়ন)
১৯৭৩ – ১৯৭৪ সনে ভিপি মোঃ রফিকুল ইসলাম মু্ক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার ( বাংলাদেশ ছাত্র লীগ) প্রয়াত, জি এস মোঃ সিদ্দিকুর রহমান ( বাঘা সিদ্দিকী) (বাংলাদেশ ছাত্রলীগ)।
১৯ ৭৯- ১৯৮০ সনে ভিপি মোঃ আবুল কালাম, ( বাংলাদেশ ছাত্র লীগ), জি এস খন্দকার জহিরুল ইসলাম ( বাংলাদেশ ছাত্রলীগ।
১৯৮১-১৯৮২ সনে ভিপি দেওয়ান কাঞ্চন খান ( বাংলাদেশ ছাত্র লীগ) জি এস মোঃ ইদ্রিস আলী নিহত, ( বাংলাদেশ ছাত্র লীগ)
১৯৮৩-১৯৮৪ভিপি ইউনুস আলী ফকির (জাতীয়তাবাদী ছাত্রদল)জিএস হারুন -অার-রশীদ কুলি খান ( জাতীয়তাবাদী ছাত্র দল)।
১৯ ৮৪ -১৯৮৫সালে ভিপি বেগ ফারুক আহমেদ ( জাতীয় ছাত্র সমাজ ) জি এস মুশেদুজ্জাম আনার ( জাতীয় ছাত্র সমাজ )।
।১৯ ৮৫ – ১৯৮৬ সালে ভিপি আঃ আওয়াল (ছাত্র সমাজ) জি এস সৈয়দ রফিকুল ইসলাম (জাতীয় ছাত্রলীগ, বাকশাল) ।
১৯৮৬-১৯৮৭ সালে ভিপি মুর্শেদুজ্জামান আনার (জাতীয় ছাত্র সমাজ) জি এস শামসুল হক শামছু ( জাতীয়তাবাদী ছাত্র দল)।
১৯৮৯-১৯৯০ সালে ভিপি শামসুল হক শামছু (জাতীয়তাবাদী ছাত্রদল)জি এস মোখলেছুর রহমান বাবুল ( ছাত্র ঐক্য )।
১৯৯০- ১৯৯১ সালে ভিপি শামসুল হক শামছু (জাতীয়তাবাদী ছাত্রদল)জি এস মোঃ মাহফুজ উল্লাহ মাহফুজ ( বাংলাদেশ ছাত্র লীগ)।
১৯ ৯৩- ১৯৮৪ সালে ভিপি মাহফুজ উল্লাহ মাহফুজ ( বাংলাদেশ ছাত্র লীগ) জি এস আলী আকবর আনিছ (জাতীয়তাবাদী ছাত্রদল)।
১৯৯৫ – ১৯৯৬ সালে ভিপি ফারুক আহমেদ, (জাতীয়তাবাদী ছাত্রদল)
জি এস ইকবাল হোসেন (জাতীয়তাবাদী ছাত্রদল)।
১৯৯৬ ১৯৯৭ সালে ভিপি মোঃ হাবিবুল্লাহ হাবিব(বাংলাদেশ ছাত্র লীগ) জি এস আনোয়ার হোসেন টিটু (বাংলাদেশ ছাত্র লীগ)
১৯ ৯৭-১৯৯৮ ভিপি মাহবুবুর রহমান শাহীন (বাংলাদেশ ছাত্র লীগ) জি এস, মুজিবুর রহমান (বাংলাদেশ ছাত্র লীগ)
২০০o-২০০১ভি পি শহিদুল ইসলাম অন্তর (বাংলাদেশ ছাত্র লীগ) জি এস মাজহারুল ইসলাম টুটুল (বাংলাদেশ ছাত্রলীগ)।