ষ্টাফ রিপোর্টারঃ
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে শালীহর গ্রামে বধ্যভূমির স্মৃতিসৌধে শুক্রবার (২১ আগস্ট) গণহত্যা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, গণশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন।
উল্লেখ,৭১’র মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক-হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের খুঁজতে গিয়ে এদিন শালিহর গ্রামের ১৪ জনকে ব্রাস ফায়ারে হত্যা করে। অগ্নিসংযোগ ও লুটপাট করা হয় বেশ কয়েকটি বাড়িতে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ও গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেত্রী বীর মুক্তিযোদ্ধার সন্তান নিলুফার আনজুম পপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, বিআরডিবির চেয়ারম্যান মাসদুর রহমান শুভ্র, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, পৌর শাখার সভাপতি উজ্জল চন্দ্র, এসএসসি-৯৯ ব্যাচের সমন্বয়ক প্রদীপ বাগচী প্রমুখ।
কর্মসূচীতে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক খান, আবুল হাসিম, প্রদীপ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, পৌর মহিলা কাউন্সিলর দিলুয়ারা আক্তার, সাবেক ছাত্রলীগ নেতা মোখলেছুর রহমান বাবুল, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সহ সভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মোঃ রইছ উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান, এসো গৌরীপুর গড়ির সমন্বয়ক আবু কাউছার চৌধুরী রন্টি, সাংবাদিক হুমায়ূন কবির, উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান টিটন, পৌর যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সাধারণ সম্পাদক একেএম রাকিবুল হক রাকিব, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার, সাবেক ছাত্রলীগ নেতা রুপু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা মাহবুবুর রহমান প্রবাল, সিকান্দার আলী, মুজিবুর রহমান, রুবেল মিয়া প্রমুখ।