নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৯ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, পুলিশের ২ লাখ সদস্য করোনার শুরু থেকেই মানুষকে সেবা দিয়ে গেছেন। করোনায় সর্বমোট আক্রান্ত হন ১৬ হাজার ২৩০ জন পুলিশ সদস্য। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন দুই হাজার ৭৯৪ জন। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪০ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন এক হাজার ৯৮৬ জন পুলিশ সদস্য।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এআইজি মো. সোহেল রানা বলেন, প্রথম দিকে কোনও সুরক্ষা সামগ্রী কিংবা কোনও প্রস্তুতি ছিল না। তাই করোনার শুরুতে পুলিশের অনেক সদস্য আক্রান্ত হন।
আইজিপির নির্দেশনায় সারাদেশে দ্রুততম সময়ে দুই লাখ পুলিশ সদস্যের জন্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে মাস্ক, গ্লাভস, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।