প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিন

juel / ৬৯ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০


ষ্টাফ রিপোর্টারঃ
গত ২২ আগষ্ট রাজগৌরীপুর ডটকম এ প্রকাশিত “বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করে গৌরীপুর থেকে ঢাকায় বদলি হয়ে গেলেন প্রধান শিক্ষক “শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংশিষ্ট প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিন।
নিজের ভুল আড়ালসহ বিশেষ আর্থিক সুবিধা না দেওয়ায় উপজেলার শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিন তার বিরুুদ্ধে গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছেন বলে উল্টো শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেন দিলরুবা ইয়াসমিন।

প্রতিবাদ লিপিতে দিলরুবা ইয়াসমিন জানান, তিনি প্রায় সাত মাস পূর্বে গৌরীপুর উপজেলার ৪৫ নং পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি হয়ে ঢাকার মিরপুর এলাকায় তাফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর তাঁর সার্ভিস বুকের জন্য উপজেলা শিক্ষা অফিসে গেলে শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন আর্থিক সুবিধা দাবি করেন। আর্থিক সুবিধা দিতে না পারায় স্বেচ্ছাচারিতামূলকভাবে প্রায় সাত মাস তাঁর সার্ভিস বুক আটকে রাখা হয়। এ কারনে বেতন-ভাতা উত্তোলন করতে না পারায় তিনি পরিবার-পরিজন নিয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন বলে প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন। লিখিত প্রতিবাদে তিনি গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিনের বিরুদ্ধে বিভিন্ন দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ করেন প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর