গৌরীপুরে নারী শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

juel / ৬৯৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ গৌরীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলী আহাম্মদ মোল্লা’র বিরুদ্ধে জনৈকা খন্ডকালীন নারী শিক্ষক যৌন হয়রানির অভিযোগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে পরিচালক বরাবর গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।

অভিযোগে জানা যায়, গৌরীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইলেকট্রিক বিভাগের সাবেক ছাত্রী ছিলেন অভিযোগকারি।
২০১৮ সালে তিনি ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পর ২০১৯ সালের আগস্ট মাসে গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ইলেকট্রিক বিভাগের খন্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আহাম্মদ মোল্লা একই বিভাগের চীপ ইন্সটেক্টর ছিলেন। এ হিসেবে আলী আহাম্মদ মোল্লা অভিযোগকারির সরাসরি শিক্ষক।

তিনি অভিযোগে উল্লেখ করেন- যোগদানের পর ছাত্রী-শিক্ষক সম্পর্কের সূত্রধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আহাম্মদ মোল্লা নানা প্রলোভন দেখিয়ে আপত্তিকর কথাবার্তা বলার চেষ্টা করলেও কঠোর প্রতিবাদের কারনে তিনি পিছু হঠেন। কিন্তু কিছুদিন পর তিনি পূনরায় যৌন হয়রানিমূলক কথাবার্তা বলা শুরু করেন এবং তার সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেন এমনকি প্রায়শই কোন না কোন অযুহাতে নিজ কক্ষে ডেকে নিয়ে নানা অঙ্গভঙ্গিমায় যৌন হয়রানি করেন।

এক পর্যায়ে বিষয়টি তিনি তার স্বামীকে জানালে তার পরামর্শমত মোল্লা সাহেবকে ফোন করে তার আচরণের প্রতিবাদ করেন, মোল্লা সাহেবও একপর্যায়ে ভুল স্বীকার করে ক্ষমা চান। এর ২দিন পর স্বামী বাসায় না থাকা অবস্থায় তিনি আবার বাসায় এসে জোড়পূর্বক ভিতরে প্রবেশের চেষ্টা করলে অভিযোগকারি ডাক চিৎকারের হুমকি দিলে তিনি চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর