ষ্টাফ রিপোর্টারঃ
গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃআবিদুর রহমান এর “জন সেবায় প্রশাসন” শ্লোগানে ভূমি অফিসে সেবা গ্রহীদাতের দ্রুত ও সরাসরি সেবা প্রধান ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া একই শ্লোগানে নিয়মিত ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অপরাধীদের শাস্তি প্রদানের বিষয়টিও প্রশংসিত হচ্ছে।জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) মোঃআবিদুর রহমান করোনা মহামারির সময় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বাস্থবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনেন। ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে গৌরীপুর উপজেলা সদর ছাড়াও প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজার গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালানার মাধ্যমে বিপুল পরিমাণ ভেজাল পন্য ধ্বংসসহ জরিমানা নিশ্চিত করেন তিনি। এছাড়াও তিনি ভূমি অফিসে আগত সেবা গ্রহীতাদের সেবা নিশ্চিত করতে করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে অফিস থেকে বের হয়ে উন্মুক্ত স্থানে সেবা গ্রহীতাদের অভিযোগ শুনে তাৎক্ষণিক ভাবে তা সমাধানের চেষ্টা করেন। এসময় তিনি ভুক্তভোগীদের যে কোন সমস্যা সরাসরি তার অফিসিয়াল ফোনে অথবা মেসেজ এর মাধ্যমে জানাতে পরামর্শ দেন তিনি।