ষ্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জেের তল্লা বায়তুল সালাহ জামে মসজিদে এসি বিস্ফোরণে ৪৫ জনের মতো মুসল্লি দগ্ধ হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ ৩৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে৷ যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের জামাত চলাকালে এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে দগ্ধদের শরীরের ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন।
তিনি জানান, নামাজে প্রায় ৮০ জনের মতো মুসল্লি অংশ নিয়েছিলেন। পরে এসি বিস্ফোরণে দগ্ধদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।