রাজ গৌরীপুর ডেক্সঃ গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর এর সভাপতিত্বে উপজেলায় ঈদুল আজহার পশুর হাটে স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এক সভা রবিবার দুপুরে ইউএনওর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী কোরবানি পশুর হাটে ক্রেতা বিক্রেতা উভয়কেই বাধ্যতামূলক মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি) ও প্রাণী সম্পদ কর্মকর্তার নেতৃত্বে পৃথক দুটি ভিজিলেন্স টিম কোরবানি হাটে মোতায়েন থাকবে। জাল টাকা চিহ্নিত করার জন্য ব্যাংক সমূহের বুথ স্থাপন করা হবে। স্বাস্থ্যবিধি রক্ষায় কোরবানির
হাটে প্রবেশ গেট ও বাহির গেট আলাদা রাখা হবে।
জেলা প্রশাসক কতৃক অনুমোদিত হাটসমূহের বাহিরে অন্য কোন হাট বসানো যাবে না এবং হাটসমূহে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
এবং যে কোন ধরনের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে সভায় সিদ্ধান্ত হয়।