আজম জহিরুল ইসলাম;
কাঁচা লংকার ঝাল বেড়েছে
দুইশো টাকা কেজি
পিঁয়াজ মিয়াও হয়ে গেছে
ভীষণ রকম তেজি।
পঁচিশ টাকার পিঁয়াজ এখন
চল্লিশ টাকায় হাকে
মূল্যবৃদ্ধির কারণটা কী
দোষটা দেবো কাকে?
চাল ডাল তেল আটাসহ
সব পণ্যেই আগুন
দোকানেতে বিক্রি হচ্ছে
ষাট টাকাতে বাগুন।
বাজারে গেলে মাথা ঘুরে
দাম যে বেজায় চড়া
ইচ্ছা থাকলেও অনেক পণ্য
যায় না হাতে ধরা।
গরু এবং খাসির মাংসের
আকাশছোঁয়া দাম
কিনতে গেলে দেহ থেকে
ঝরে কেবল ঘাম।
ধনীর প্রচুর টাকা আছে
তাদের চিন্তা কম
গরিব মানুষ হাটে গেলে
আটকে আসে দম।