গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বোকাইনগর ইউনিয়ন মাইজহাটি গ্রামের বিশিষ্ট সমাজসেবীকা হাজেরা আসকারী (৮০) বার্ধক্যজনিত কারনে ঢাকা ২৫ গ্রীণ রোডের বাসভবনে ৪ সেপ্টেম্বর রাত ৩ টায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে ৪ ছেলে ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ৫ সেপ্টেম্বর ২ টা ৩০ শে মাইজহাটি আসকারী বাজার জামে মসজিদের প্রাঙ্গনে জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমার জানাযা গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদসহ এলাকাবাসী অংশ গ্রহন করেন।পরে নিজ প্রতিষ্টত এলাকার কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য মরহুমার প্রয়াত স্বামী বিশিষ্ট নাট্যকার আসকার ইবনে সাইখ। তাদের প্রতিষ্টিত মাইজ হাটি প্রাথমিক বিদ্যালয়,উচ্চ বিদ্যালয়, বাজার,মসজিদ,মাদ্রাসা,ঈদ গা মাঠ,কবরস্থান,হাজেরা দাতব্য চিকিৎসালয় রয়েছে। হাজেরা খাতুন মৃত্যুর পূর্বে কলেজ প্রতিষ্ঠায় ৭০ শতাংশ ভূমি দান করেন। এলাকাবাসী জানান, এই পরিবারটি বিভিন্ন প্রতিষ্টান রক্ষনাবেক্ষনসহ প্রায় ৭ শত শতাংশ ভূমি দান করেন।