ঢাকা অফিসঃ প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেয়াসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে ঢাকার গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করে দিয়েছে র্যাব।
রোববার (১৯ জুলাই) বিকালে ওই হাসপাতালে অভিযানে যায় র্যাব। হাসপাতালটির সহকারী পরিচালক ডা.আবুল হাসনাতকে গ্রেপ্তারও করা হয়।
রাতে অভিযান শেষে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ গণমাধ্যমকে বলেন, তারা হাসপাতালটি বন্ধ করে দিচ্ছেন।
আমাদের অভিযান রাত ১১টার দিকে শেষ হয়েছে। এখন মামলার জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত গোছানো হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তা সিলগালা করবেন।
কখন সিলগালা করা হবে- জানতে চাইলে তিনি বলেন, রোগী সরিয়ে নেয়ার পর সিলগালা করে দেয়া হবে।
অভিযানের সময় র্যাব সহকারী পরিচালক আবুল হাসনাতের পাশাপাশি স্টোর কিপার শাহরিজ কবিরকে ধরে র্যাব-১ কার্যালয়ে নিয়ে যায়।
হাসপাতালটির বিরুদ্ধে ৯ ধরনের অভিযোগ পাওয়া গেছে বলে জানান র্যাবের পরিচালক আশিক।
র্যাব কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাস পরীক্ষায় সরকার কর্তৃক র্যাপিড টেস্টের অনুমোদন না থাকলেও তারা সেটা করেছে। পরীক্ষা ছাড়াই ভুয়া প্রতিবেদন দিয়েছে, করোনাভাইরাস নেগেটিভ রোগীকে পজিটিভ দেখিয়ে হাসপাতালে ভর্তি করেছে, ভিন্ন ল্যাব থেকে কোভিড-১৯ নমুনা পরীক্ষা করিয়ে নিজেদের প্যাডে প্রতিবেদন দিয়েছে।
হাসপাতালটির লাইসেন্স এক বছর আগে উত্তীর্ণ হওয়ার পর তা নবায়ন করা হয়নি বলেও র্যাবের অভিযোগ।
এছাড়া হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ১০ বছর আগে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী-ওষুধ পাওয়ার কথাও জানিয়েছে র্যাব।
৫০০ শয্যার এই হাসপাতালে এখন কত রোগী রয়েছে।