নিজস্ব প্রতিবেদকঃ
তিন জেলা পরিষদ, ৯ উপজেলা এবং ৬১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরম বিতরণ ও জমার কার্যক্রম বুধবার (১৬ সেপ্টেম্বর) শুরু হবে। যা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন সংগ্রহ এবং জমা দিতে এক বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে
প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে এবং কোনো প্রকার জনসমাগম না করে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার অনুরোধ করা হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।