শিক্ষার্থী শামছুলের পাশে দাঁড়ালেন আইটি উদ্যোক্তা হিমেল

juel / ৯২ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি.

গণমাধ্যমে খবর প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুরের দরিদ্র শিক্ষার্থী শামছুল আলমের পড়াশোনা এগিয়ে নিতে পাশে দাঁড়িয়েছেন আশরাফুল আলম খান হিমেল। তিনি রাজধানী ঢাকার একটি প্রতিষ্ঠানের আইটি উদ্যোক্তা।

বৃহস্পতিবার উদ্যোক্তা হিমেলের দেয়া আর্থিক সহযোগিতায় শামছুল আলম ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছেন।

শামছুল আলমের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের গজন্দর গ্রামে। তার বাবা রফিকুল ইসলাম একজন দরিদ্র ভ্যানচালক।

অভাব- অনটনের সাথে যুদ্ধ করে শিক্ষার্থী শামছুল চলতি বছর গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে (বিজ্ঞান) গোল্ডেন জিপিএ-৫ উত্তীর্ণ হয়। কিন্ত করোনাকালীন সময়ে টাকার অভাবে ছেলের কলেজে ভর্তি হওয়া নিয়ে শঙ্কা দেখা দেয় বাবার।

বিষয়টি গত ৮ জুন একটি গণমাধ্যমের অনলাইন সংস্করণে
এসএসসিতে ছেলের সাফল্য, ভর্তি নিয়ে শঙ্কা বাবার শিরোণামে একটি খবর প্রকাশিত হয়। প্রকাশিত ওই খবরে টাকার অভাবে শামছুলকে কলেজে ভর্তি করতে পারবে না তার ভ্যান চালক বাবা এমন শঙ্কার কথা উঠে আসে। প্রকাশিত খবরটি আইটি উদ্যোক্তা হিমেলের নজরে আসলে শামছুলের ভর্তি ও পড়াশোনা এগিয়ে নিতে উদ্যোগী হন। পরে তিনি বৃহস্পতিবার রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মালেকের সাথে যোগাযোগ করে শামছুলকে আর্থিক সহযোগিতা ও ভর্তির ব্যবস্থা করে দেন।

আশরাফুল আলম খান হিমেল বলেন- শামছুলকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি পড়ে আমার হৃদয় নাড়া দিয়েছে। আমি সামর্থ্যানুযায়ী তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবং পড়াশোনা এগিয়ে নিতে  সবমসময় পাশে থাকবো।

শামছুল আলমের বাবা রফিকুল ইসলাম বলেন- ছেলে ভাল ফলাফল করলেও  টাকার অভাবে কলেজে  ভর্তি নিয়ে শঙ্কায় ছিলাম। হিমেল ভাই আমার শঙ্কা দূর করছে। আল্লাহ তার মঙ্গল করুক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর