ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা বাজারে তিনটি ফিস ফিডের দোকান ও একটি মিষ্টির দোকান এবং গাজীপুর বাজারে একটি ফার্মেসী সহ তাদের সবাইকে ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ মোতাবেক সর্বমোট ৭৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ২২শে সেপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত (দায়িত্ব) মোজাম্মেল হোসেন ভূইয়া গৌরীপুর থানার এস,আই জামাল উদ্দিন,উপস্থিত ছিলেন। অভিযান শেষে গাজীপুর বাজার ও গৌরীপুর বাজারে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক মাস্ক বিতরণ করা হয়েছে।