ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর/২০২০) বন্ধন মৎস্য হ্যাচারী এন্ড ফিসারিজে অচিন (অপরিচিত) মাছের সন্ধান পেয়েছে উপজেলা মৎস্য বিভাগ। অপরিচিত প্রজাতির মাছের প্রজনন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ইউএনও হাসান মারুফ পরিচালিত আদালত ১লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোজাম্মেল হোসেন ভূঞাঁ জানান, হ্যাচারী আইনে বন্ধন মৎস্য হ্যাচারী এন্ড ফিসারিজের প্রজনন মাছের অনুমোদিত তালিকা রয়েছে। অপরিচিত (কোন প্রজাতি তা নির্ণয় করা সম্ভব হয়নি) অনুমোদন ব্যতিত প্রজাতির মাছের প্রজনন করায় এ অর্থদণ্ড করা হয়েছে। তিনি জানান, মাছটি গন্যিয়া মাছের মতো দেখতে, তবে মুখটা সরপুটি মাছের ন্যায়। মাছের শরীর গন্যিয়া মাছের রঙের আঁশযুক্ত। এ মাছটি মানুষের জন্য স্বাস্থ্যসম্মত কি-না তা জানা নেই। অনুমোদন ব্যতিত এ মাছের প্রজণন করায় হ্যাচারীর মালিক এ কে এম আমিনুল হককে ১লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়াও উৎপাদিত পোনা ভ্রাম্যমান আদালতের আদেশে ধ্বংস করা হয়। তিনি আরো জানান, মৎস্যবিভাগের তালিকাভুক্ত ও বাংলাদেশের চাষযোগ্য মাছের তালিকাতেও এ প্রজাতির মাছের সন্ধান মিলেনি।
অপরদিকে নির্বাহী ম্যাজিস্টেট ইউএনও হাসান মারুফ মৎসখাদ্য ও পশুখাদ্য আইনে ডৌহাখলা বাজারের আব্দুল মোতালেবকে ৩হাজার টাকা, মো: ফজলুল হকে ১হাজার ৫শ টাকা, সিদ্দিকুর রহমানকে ২ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোঃ আলিফ মিয়াকে ৫শ টাকা, মোঃ মাহবুবুর রহমানকে ৫শ, টাকা জরিমানা করেন