গৌরীপুরে বালুয়াখাল থেকে ৩টি অবৈধ বাঁধ অপসারণ করলেন ইউএনও

juel / ১৮০ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর/২০২০) টানা ৪দিনের বর্ষণে পানিবন্ধী হয়ে পড়া সহস্রাধিক পরিবার ও সাড়ে ৩হাজার কৃষকের ফসল বাঁচাতে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। মাছ শিকারের জন্য অবৈধভাবে নির্মিত ৫টি বাঁধ অপসারণের মাত্র ২ মিনিটে এসব বাড়িঘরের ৩ফুট পানি সরে যায়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গৌরীপুর পৌরসভার বালুয়াখালে ৫টি অবৈধ বাঁধের কারণে রামগোপালপুর, পৌরসভা ও বোকাইনগর ইউনিয়নের প্রায় ১৮টি গ্রামের মানুষ দুভোর্গের শিকার হন। রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের খোরশেদ আলী জানান, বালুয়াখালে বাঁধ থাকায় গোপীনাথপুর, নওয়াগাঁও, ভবানীপুর, পশ্চিমপাড়া গ্রামেও বাড়িঘরে পানি উঠেছে। ফসল তলিয়ে যাচ্ছে। পৌর শহরের সতিশা বিলেও ফসল নষ্ট হচ্ছে। এসব এলাকার সাড়ে ৩হাজার কৃষকের আমন ফসল তলিয়ে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাসান মারুফ এসব অবৈধ বাঁধ অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোজাম্মেল হোসেন ভূঞাঁ, গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মাইনুল রেজা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর