গৌরীপুরে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

juel / ৯৯ দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০


কমল সরকার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২১ জন অসহায় ও দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে এ সেলাই মেশিন বিতরণ করেন।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।

ওইদিন দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও গৌরীপুর বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংবাদিক আরিফ আহম্মেদ, ইউপি সদস্য আব্দুল আলী, আবু হানিফ, এখলাছ উদ্দিন নয়ন, শহিদুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আবুল হাসিম, সোহেল রানা, ইউপি সচিব আফরোজা খাতুন প্রমুখ।

ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানান, এলজিএসপি প্রকল্পের অর্থায়নে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে এ সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর